Aloe Vera Uses | রূপচর্চায় এলোভেরার গুনাগুন ।
এলোভেরা জেল আপনার ত্বকের আসল স্কিন টোন ফিরেপেতে সাহায্য করে।এছাড়াও এতে স্কিন moisturizer থাকেবলে প্রাকৃতিক ভাবেই ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। রোদে পোড়া ত্বক ,ত্বকে পিম্পেল ও রাসের সমস্যা দূর করে এই এলোভেরা।আসুন জেনেনিই এই এলোভেরা জেল কিভাবে স্কিনকে ভালো রাখে।
aloe vera uses | রূপচর্চায় এলোভেরার গুনাগুন |
প্রণালী :-
এলোভেরার পাতা থেকে জেল বেরকরে নিন, অথবা যেকোনো কোম্পানির এলোভেরা জেলও ব্যবহার করতে পারেন।এরপর এই জেল আপনার মুখ,হাত ,পা ,ঘরে লাগিয়ে নিন । ৫মিনিট ম্যাসাজ করুন তারপর ৩০মিনিট রেখেদিন।৩০মিনিট পর ঠান্ডা জল দিয়া ধুয়ে ফেলুন।এটি রোজ ব্যবহার করতে পারেন।
এছাড়া দুই চমক এলোভেরা জেল এবং কয়েক ফোটা আলমন্ড অয়েল দিয়া ক্রিম তৈরি করে নিন।আর এই মিশ্রণ টি হাত ,মুখ,ও গলায় এক থেকে দুই মিনিট মুসাজে করুন।এটি ১৫-২০ মিনিট রাখুন তারপর ঠান্ডা জল দিয়া ধুয়ে ফেলুন।এটি রোজ ১-২ বার ব্যবহার করতে পারেন।
আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের চুল ঝরা কতটা কম হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন।আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।
আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের চুল ঝরা কতটা কম হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন।আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।
একটি মন্তব্য পোস্ট করুন