Hair Fall Treatment in Bengali | চুল পড়া চিকিত্সা

আপনার কি চুলের সমস্যায় ভুগছেন ? নতুন চুল গজাচ্ছে না ? তাহলে জানে নিন এই সমস্যার সমাধান।

আসুন প্রথমেই জানে নিই চুল কোনো পড়েযায় ও নতুন চুল কেনো  জন্মায়না। আর এই চুল পড়ার সমস্যা থাকে খুব কম সময়েই কিভাবে মুক্তি পাবেন এবং নতুন চুল গজাবে
Hair Fall Treatment
Hair Fall Treatment | চুল পড়া চিকিত্সা

চুল কেনো  ঝরে  :-

  • আজকাল চারিপাশে এত ধুলোবালি ও পলুশন বাড়েযাচ্ছে তারফলে আমাদের চুলের ক্ষতি হচ্ছে।
  • শরীরের ভিটামিন ও প্রোটিনের অভাব।
  • আমাদের অনেকে পটে গ্যাসের সমস্যা।
  • আমরা রোজ রোজ নানারখমের কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করি এটাও চুলের অনেক ক্ষতি করে।

চুল পড়া কিভাবে বন্ধ করবেন:-

  • ৫-৬ চামচ নারিকেল তেল।
  • ৫টি ভিটামিন E ক্যাপসুল [Evion 400]
  • ২ চামচ  Castor Oil ।
  • ১/২ চামচ  শুকনো কালো জিরার গুঁড়ো।
  • ১/২ চামচ  শুকনো মেথি গুঁড়ো।
সব অনুকরণগুলি একটি পরিষ্কার ডাকনাযুক্ত পাত্রতে ভালোকরে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ২দিন রেখে দিন।এই মিশ্রণটি এক মাস প্রজন্ত ব্যবহার কোরতে পারেন।

ব্যবহারের নিয়ম :- 

রাতে শোয়ার আগে ভালোকরে পুরো চুলেরগোড়ায় এই মিশ্রণটি লাগান এবং হালকা হাতে ২-৩ মিনিট চুলের গোড়ায় ম্যাসাজ করুন এবং শোয়ার সময় চুল বেঁধে শোবেন।সকালে শ্যাম্পু দিয়া ভালোকরে চুল ধুইয়া নিন।এই মিশ্রণটি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন।

শর্তাবলী :-

যাদের খুব সহজেই ঠান্ডা লাগে তারা রাতে এই মিশ্রণটি লাগাবেন না।তারা সকালে এটি ব্যবহার করুন আর ৩-৪ ঘন্টা রেখে শ্যাম্পু দিয়া ধুইয়া নিন।
*আপনি যে  শ্যাম্পুটি ব্যবহার করেন সেই শ্যাম্পুটি ব্যবহার করবেন।ঘনো ঘনো শ্যাম্পুর কোম্পানিটি পরিবর্তন করবেন না।বার বার শ্যাম্পু বদলের ফলে চুলের অনেক ক্ষতি করে।

আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের চুল ঝরা কতটা কম হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন।আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন
close