How to Put Mehandi on Hair | চুলে মেহেদি লাগানোর কিছু সঠিক নিয়ম ও গুনাগুন।
চুলের গোড়া মজবুত করা, নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সমস্যা দূর করে থাকে মাহাদি। এই মেহেদি লাগানোরও কিছু সঠিক নিয়ম আছে তা হয়তো আমরা অনেকেই ঠিকমতো জানিনা। তাই অনেকে সময় এই সঠিক নিয়ম না মানার কারণে মেহেদির সঠিক ফল পাওয়া সম্ভব হয় না।
How to Put Mehandi on Hair | চুলে মেহেদি লাগানোর কিছু সঠিক নিয়ম ও গুনাগুন। |
আজ জেনেনিন মেহেদি লাগানোর কিছু সঠিক নিয়ম।
- আপনার চুল যদি রিং করা থাকে তাহলে মেহেদি লাগাবেন না। কেমিক্যাল রং ও মেহেদির রং দুটি মিশে আপনার চুলের ক্ষতি করতে পারে। এমন কি চুল পড়া বাড়ে যেতে পারে।তাই চুলে রং করার ৬মাস পর মেহেদি ব্যবহার করবেন তার আগে না।
- অনেকেই মেহেদির প্যাকে লেবুর রস ব্যবহার করে থাকে, কিন্তু মেহেদিতে লেবুর রস ব্যবহার করা উচিৎ না। লেবুর রস চুলের অনেক উপকারে লাগে , তবে মেহেদির সাথে না।লেবুর রোষে এসিড থাকার ফলে মেহেদির সাথে মিশে চুলকে শুস্ক করে দেয়। তাই লেবুর পরিবর্তে কফি বা লিকার চা ব্যবহার করুন এটি মেহেদির রংও গারো করে।
- মেহিদি লাগিয়ে সাথে সাথে চুল ধুইয়া ফলিবেন না , কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে মেহেদির উপকারিতা ভালো পাবেন।
- অনেকেই বলে যে মেহেদি লাগালে চুল রুক্ষ হয়ে যায়,হ্যা তা একটু হয়।তাই মেহেদির প্যাকের সাথে নারিকেল তেল অথবা টক দই ব্যবহার করুন। মেহেদি লাগিয়ে শ্যাম্পু করে চুল শুকিয়ে নেবার পর চুলে তেল লাগান তাহলে চুল আর শুস্ক হবে না।
- যেদিন মেহেদি লাগবে সেদিন শ্যাম্পু না করে সাদা জলদিয়া মেহেদি ধুইয়া নিতে পারেন এবং পরের দিন শ্যাম্পু করলে আরো ভালো ফল পাওয়া যায় তবে এটা বাধ্যতামূলক না।
- মেহেদি পেস্ট ঘনকরতে এতে চিনি ব্যাবহার করুন।
- যেদিন মেহেদি লাগাবেন তার আগেরদিন শ্যাম্পু করবেন।
- মেহেদির সাথে অতিরিক্ত উপকরণ ব্যাবহার করবেননা ,এটি চুলের উপকারের থেকে ক্ষতি বেশিহয়।
- মেহেদি লাগানোর পর চুলে হেয়ার ক্যাপ ব্যাবহার করুন,এতে চুল থেকে মেহেদি কাপড় বা গায়ে পড়বেনা।
একটি মন্তব্য পোস্ট করুন