অল্পদিনে ফেসএর লোমছিদ্র বা গর্ত দূরকরুন।
অল্পদিনেই মুখের লোমছিদ্র বা গর্ত দূরকরুন এবং হয়েউঠুন আরো আকর্ষণীয়। অনেকক্ষেত্রেই মুখের বড়ো ও খোলা লোমকূপ সৌন্দর্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং এর ফলে ব্রণ ও ব্ল্যাকহেডস এর সমস্যা দেখাদেয়,বিশেষকরে তৈলাক্ত ত্বকের মানুষদের। অতিরিক্ত সিবাম ,ময়লা ও ব্যাকটেরিয়ার সাথে মিশে লোমকূপ গুলো বন্ধকরে দেয়। ব্ল্যাকহেডস লোমকূপ গুলোকে অনেক বোরো ও দৃশ্যমান করেতোলে। আমাদের স্কিন যে খোলা লোমছিদ্র থাকে তারদ্বারা স্কিন অক্সসিজেন গ্রহণকরে ,এবং স্কিনকে হাইড্রেট ও হেলদি রাখে। এই ওপেনপোর্স কে কিভাবে বন্ধ করাযায় সেটি জেনেনেওয়া যাক।How to Remove Acne Marks | অল্পদিনে ফেসএর লোমছিদ্র বা গর্ত দূরকরুন। |
খোলা লোম ছিদ্র বন্ধ করার দুটি উপায় :-
১.একটি পরিস্কার পাত্রে ২চামচ চিনি নিন, ১চামচ লেবুর রস নিন এবং ১চামচ মধু নিন। মধুর পরিবর্তে অলিভ অয়েল নিতেপারেন। এবার ওই তিনটি উপাদান ভালোভাবে একসাথে মিশিয়ানিন। নিজের ফেসটি প্রথমে ভালোকরে ধুয়ে মুছে নিন। তারপর যেখানে লোমচিদ্র আছে সেখানে ওই মিশ্রনটিলাগিয়ে নিন, এবং ২ মিনিট ম্যাসাজ করুন।তারপর ৫মিনিট রেখে ধুয়েনিন। চাইলে এই প্যাকটি পুরো মুখে ব্যাবহার করতে পারেন। চিনিতে আছে গাইকোলিক অ্যাসিড যা স্কিনের মৃত চামড়া দূরকরে।
২.একটি পাত্রে ৪চামচ টমেটোর রস নিন এবং ৪চামচ শসার রস নিন। এই দুই তরল কে ভালোভাবে মিশিয়ানিন। এবার ওই মিশ্রণটিকে আইস ট্রে তে ঢেলেদিন এবং এটি ডিপফ্রিজে আইসকিউব বানাতেদিন। আইসকিউব তৈরীহয়েগেলে ১টুকরো নিন এবং যেখানে লোমছিদ্র আছে সেখানে হালকা করে ঘষতে থাকুন। চাইলে এটি গোটা ফেস ও গলাতেও লাগাতেপারেন। ২-৩মিনিট স্কিনে ঘষে জল দিয়া ধুয়েনিন।
এই দুই উপায়ে আপনাদের স্কিনের খোলা লোমছিদ্র বা ফেস এর গর্ত ৪-৫ দিনেরমধ্যে ঠিকহয়েযাবে।
How to Remove Black Spots ? কিভাবে কালো দাগ থেকে মুক্তি পাবেন ?
How to Put Mehandi on Hair | চুলে মেহেদি লাগানোর কিছু সঠিক নিয়ম ও গুনাগুন।
আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের কতটা উপকার হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন।আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।
অন্যান্য ট্রিপ্স :-
How To Grow Eyebrows | সহজে চোখের ভ্রূ মোটা ,কালো ও লম্বা করার অসাধারণ কার্যকারী উপায়।How to Remove Black Spots ? কিভাবে কালো দাগ থেকে মুক্তি পাবেন ?
How to Put Mehandi on Hair | চুলে মেহেদি লাগানোর কিছু সঠিক নিয়ম ও গুনাগুন।
আমার এই টিপ্সটা ব্যবহার করার পর আপনাদের কতটা উপকার হয়েছে সেটা আমাকে অবশই কমেন্ট করে জানাবেন।আর যদি এই টিপ্সটা আপনার ভালোলাগে তাহলে সকলের সাথে শেয়ার করুন।
একটি মন্তব্য পোস্ট করুন