Dry Skin Treatment in Bengali | মুখের শুষ্ক ত্বকের জন্য এই ৩টি ঘরোয়া প্যাক।
আপনার কি Dry Skin আর এই Dry Skin এর জন্য চিন্তিতো ? থাহলে আপনার জন্য এই Dry Skin Treatment in Bengali পোস্টটি। সময়ের সাথে সাথে আমাদের বয়সও বৃদ্ধি পায়। আর এই বয়সের ছাপ সবথেকে আগে পরে মুখের ত্বকের উপর। একটা নির্দিষ্ট বয়সের পর মুখের ত্বকে ভাঁজ পড়তে শুরুকরে, লোমকূপ বড়োহয়ে স্পষ্ট হতে শুরু করে। বয়সের লক্ষণের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। মুখের ত্বক টানটান করেতুলতে ব্যাবহার করুন এই ৩ টি প্যাক।
১. চালেরগুঁড়ো, মধু এবং পেঁপের মাস্ক - Rice powder, honey and papaya For Dry Skin Treatment
এই মাস্কটি তৈরীকরতে প্রয়োজন হবে পাকা পেঁপে ,চালের গুঁড়ো এবং মধু Dry Skin Treatment in Bengali। প্রথমে একটি পরিস্কার পাত্রে পাকা পেঁপে খুব ভালোভাবে চটকে নিতেহবে।, তাতে এক টেবিল চামচ চালের গুঁড়ো নিয়া পেস্ট তৈরিকরুন। এবার এরসাথে ৩ টেবিল চামচ মধু দিয়া খুব ভালোভাবে মিশিয়ানিন। এবার ভালোভাবে মুখ ধুয়ে ,মুছে ওই মাস্ক টি পুরোমুখে ভালোভাবে লাগিয়ানিন। চাইলে গলাতেও লাগাতে পারেন। ২০মিনিট পর ভালোকরে জলদিয়া মুখ ও গলা ধুয়েনিন। পেঁপেতে থাকে পাপাইন নামক উপাদান যা ত্বক কে ভাঁজ ও চামড়া ঝুলেযাওয়া প্রতিরোধ করে।
২. ডিম এবং এলোভেরার ফেস প্যাক - Eggs and Aloe Vera face Pack For Dry Skin
ত্বকের বুড়িয়েযাওয়া প্রতিরোধ এ এলোভেরা ও ডিম চমৎকার কাজকরে। ডিমের সাদা অংশ নিয়া বিট করে মসৃন একটা পেস্ট বানিয়ানিন ,তারপর এর সাথে ১/২চামচ এলোভেরা মিশিয়া প্যাক বানিয়ানিন। এবার একটি ব্রাশ দিয়া মুখের নিচের দিকথেকে উপরেরদিকে লাগান। মুখের প্যাক টি শুকান পর্যন্ত অপেক্ষা করুন। সুকিয়াগেলে তুলো নিয়া জলে ভিজিয়া নিয়া ঠিক আগেরমতো নিচের দিকথেকে উপরের দিকদিয়া প্যাকটি তুলে ফেলুন। এটি মুখের শুস্কতা ,বলিরেখা ,ত্বকের ভাঁজ দূরকরে ত্বককে উজ্জ্বল ও ইলাস্টিসিটি ফিরিয়েআনবে।
You May Also Read - Homemade Scrub for Oily Skin in Bengali
৩. শসা,লেবুর রস ও ডিমের সাদা অংশের প্যাক - Cucumber, Lemon Juice and Egg For Dry Skin Treatment
এই প্যাকটি তৈরী করতে আপনার প্রয়োজনহবে ঠান্ডা শসার রস ও ডিমের সাদা অংশ। প্রথমে কিছুটা শসা নিয়া খোসা ছাড়িয়া নিয়া ব্লেন্ড করতেহবে মসৃন না হওয়া পর্যন্ত ,তারপর এরসাথে একটি ডিমের সাদা অংশ এবং ১চামচ লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ানিন। এই প্যাক আপনার পুরো মুখে ও গলাতে ভালোভাবে লাগান। আর লাগাবার নিওম মুখের নিচের অংশ থেকে উপরের দিকে অর্থাৎ থুতনির নিচে থেকে গালের উপরের দিকে ,এইভাবে ম্যাসাজ করুন ২-৩মিনিট। তারপর ২০ মিনিট রেখে ধুয়েনিন। এটি আপনার মুখের ঝুলেযাও ত্বক দৃঢ় করতে সাহায্য করবে Its Help for Dry Skin Treatment।
আপনার স্কিনের অন্যকোনো সমস্যা থাকলে অবশই চর্ম বিশেষজ্ঞর কাছে গিয়া পরামর্শ নেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন