How To Remove Pimple And Pimple Marks In Bengali | ব্রণ ও ব্রণের দাগ দূরকরার জন্য কিছু কার্যকরী প্যাক।
How To Remove Pimple And Pimple Marks In Bengali - জেনেনিন ব্রণ ও ব্রণের দাগ দূর করার জন্য কার্যকরী কিছু টিপস.
How To Remove Pimple And Pimple Marks In Bengali | ব্রণ ও ব্রণের দাগ দূরকরার টিপস |
১.কাঁচা হলুদ ও চন্দন :-
কাঁচা হলুদ ও চন্দন কাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকরী দুটি উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ ও চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়া এতে পরিমাণমতো জল অথবা গোলাপজল মিশিয়া পেস্ট তৈরী করতে হবে। মিশ্রণটি ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়া রেখে কিছুক্ষন পর সুকিয়া গেলে মুখ ঠান্ডা জল দিয়া ধুয়ে ফেলতেহবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে তা না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। এই প্যাকটি চাইলে গোটা মুখেও লাগাতে পারেন। ভালো ফল পেতে এটি রোজ ব্যবহার করুন।
২.আপেল ও মধু:-
আপেল ও মধু এর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেস্ট তৈরী করে তাতে ৪-৬ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়া কিছুক্ষন অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা জল দিয়া মুখ ধুয়ে ফেলতেহবে। এটি ত্বক এর টানটান ভাব বজায় রাখে এবং কমপ্লেক্সসন হালকাকরে। সপ্তাহে ৪-৫ দিন এটি ব্যাবহার করুন।
৩.তুলসি :-
ব্রণের জন্য তুলসি পাতার রস খুব উপকারী। কারণ তুলসি পাতায় আছে আয়ুর্বেদিক গুন্। শুধুমাত্র তুলসি পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়া রেখে সুকীয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম জল দিয়া মুখ ধুয়ে ফেলতে হবে। এটি ৪-৫ দিন লাগান সপ্তাহে।
৪.নিম :-
আমরা সবাই জানি নিম এ আছে আয়ুর্বেদিক গুন। নামে আছে আন্টি ব্যাক্টিলিয়াল উপাদান।কিছু পরিমান নিমপাতা বেটেনিন। আপনার যে যে অংশে ব্রণ হয়েছে সেই সেই অংশে ওই নিম পাতা বাটাটা ভালোভাবে লাগিয়া নিন। ১৫-২০মিনিট লাগিয়া ঠান্ডা জলদিয়া ধুয়ে নিন। ভালোফল পেতে এটি সপ্তাহে ৩-৪ দিন লাগান।
একটি মন্তব্য পোস্ট করুন