ভিটামিন ই স্কিন সিরাম ও নাইট ক্রিম তৈরী ও ব্যবহার।
Vitamin E Capsule On Face Overnight in Bengali | ভিটামিন ই নাইট ক্রিম তৈরী ও ব্যবহার। |
শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন ই ক্যাপসুল (vitamin e - evion ) এই ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে অজানা আরো অনেক ব্যবহার। যার মধ্যে আপনি পেতেপারেন সুন্দর ত্বক ও চুল।
চলুন জেনেনেওয়া যাক তেমনি ব্যবহার :-
ময়শ্চারাইজার হিসাবেও কাজকরে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ,ছোট ছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল যা সব ফার্মাসিতে পাওয়াযায়।
ভিটামিন ই [vitamin e capsule ] স্কিন সিরাম বানানো ও ব্যবহারের নিয়ম :-
ভিটামিন ই ক্যাপসুল যদি আপনি ত্বকে ব্যবহার করেন তবে বডি সোপের সিরামের মতোই রেজাল্ট পাবেন। ড্রাই আর নরমাল স্কিনের অধিকারীরা ভিটামিন ই তেল ত্বকে ফোঁটা ফোঁটা লাগিয়া হালকা হাতে ম্যাসাজ করে বসিয়াদিন। আর তৈলাক্ত ত্বকের পাঠকরা আপনাদেরজন্য তেলটা খুব ভারী হবে ,তাই মাত্র একফোঁটা তেল প্রথমে দুহাতে নিয়ে ঘষুন ,এরপর হাত দুটো মুখে ৫ সেকেন্ড চেপে ধরুন , তারপর স্কিনে তেল মিশেগেলে ছেড়েদিন। এইভাবেই ভিটামিন ই ব্যবহার করলে আপনার আর অন্য কোনো নাইট ক্রিম বা সিরাম ব্যাবহার করার দরকারপরবেনা। আর এই টিপ্স সবচে বেশি উপকার পাবেন একটু বয়স্করা , কারণ আপনাদের ত্বকে ফাইনলাইন দূর করতে ভিটামিন ই খুবই ভালো হবে।
ভিটামিন ই ক্যাপসুলের নাইট ক্রিম [vitamin e capsule ]:-
জানি ১ম টিপস টা ট্রাই করতে অনেকেই ভয়পাবেন। কারণ ফেসিয়াল অয়েল জিনিসটা এখনো এইদেশে তেমন জনপ্রিয় হোয়েওঠেনি। তবে ভয় নাপেয়ে একবার বেবহার করেদেখুন। তবে যারা ১ম টিপস তা ট্রাই করতে চাইছেন না তাদেরজন্য এই ২ম টিপস টি। আপনার পছন্দের নাইট ক্রিম বা হালকা কোনো বেবি ক্রিম নিন ,বা এলোভেরা জেল ও নিতেপারেন। এবার এই ক্রিমের কৌটোতে ২-৩টি ভিটামিন ক্যাপসুলের তেল ভালোকরে মিশিয়ানিন। এইবার ওই ক্রিম রেগুলার রাতে ব্যাবহার করুন। রেগুলার ব্যবহারে আপনি এক্সট্রা ভিটামিনের গুনটি পাবেন।
এই একই ভাবে আপনি আপনার প্রিয় বডিলোশননের সাথেও ভিটামিন ই ক্যাপসুল এর তেল মিশিয়া ব্যাবহার করতেপারেন।
একটি মন্তব্য পোস্ট করুন