Homemade Scrub for Oily Skin in Bengali | ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বকের স্ক্রাব

Homemade Scrub for Oily Skin | ঘরোয়া উপায়ে তৈরী তৈলাক্ত ত্বকের জন্য ৩টি স্ক্রাব।

Homemade Scrub for Oily Skin in Bengali আমরা তৈলাক্ত ত্বকের অধিকারীরা কোনো কিছু ব্যবহারের আগে অনেক ভয় পেয়ে সাত পাঁচ ভাবতে থাকি তাইনা। তৈলাক্ত ত্বকের যত্নে তিনটি স্ক্রাবের সহজ প্রণালী দেওয়া হলো যা আপনার ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে ত্বককে পরিষ্কার করেতোলে Homemade Scrub for Oily Skin
Homemade Scrub for Oily Skin in Bengali | ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বকের স্ক্রাব
Homemade Scrub for Oily Skin in Bengali | ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বকের স্ক্রাব

 চলুন এবার তাহলে দেখেনেওয়া যাক সেই প্রসেস গুলি:-

১. ব্রেকিং সোডা ও মধুর স্ক্রাব | Homemade Scrub with Baking Soda and Honey for Oily Skin

এই স্ক্রাবটি আপনার ত্বককে মসৃন ও কোমল করেতোলে আর লেবুর ব্যাবহারে আপনার ত্বকের ব্রণের প্রকোপ ও কমে যায় by using Homemade Scrub for Oily Skin

উপকরণ - Materials of Homemade Scrub with Baking Soda and Honey for Oily Skin

বেকিং সোডা ১/২চা চামচ। 
লেবুর রস ১/২চা চামচ। 
মধু ১টেবিল চামচ।

ব্যাবহার - Use of Homemade Scrub with Baking Soda and Honey for Oily Skin

সব উপকরণ গুলি একসাথে ভালোকরে মিশিয়ে নিন। তারপর মুখ ভালোভাবে ধুয়ে নিন। তারপর ওই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন ,এবং তা ২-৩ মিনিট মুখে ম্যাসাজ করুন। তারপর আরো ২মিনিট রেখে ঠান্ডা জলদিয়া মুখ ধুয়েনিন।

টিপস Tips of Materials of Homemade Scrub with Baking Soda and Honey for Oily Skin

খুব অল্প পরিমানে লেবুর রস ও বেকিংসোডা ব্যাবহার করবেন। অতিরিক্ত ব্যাবহারে ত্বকে জ্বালাপোড়ার সমস্যা হতে পারে।

২. ব্রাউন সুগার ও অলিভওয়েল স্ক্রাব | Homemade Scrub with Brown Sugar and Olive Oil for Oily Skin

এই স্ক্রাবটি আপনার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয় ও সেই সাথে ত্বকের মৃতকোষ দূরকরে। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথেসাথে দাগ হালকা করেতোলে by using Homemade Scrub for Oily Skin

উপকরণ Materials:-

লাল চিনি [ব্রাউন সুগার ]১টেবিল চামচ। 
মধু ১চা চামচ। 
অলিভওয়েল ১চা চামচ।

ব্যাবহার - Use :-

সবগুলো উপকরণ একসাথে ভালোকরে মিসিয়েনিন। তারপর মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিশ্রণটি মুখে ভালোভাবে লাগিয়ে নিন.২-৩মিনিট মাসাজকরুন,তারপর আরো ২মিনিট মুখে রেখেদিন।এরপর ঠান্ডা জলদিয়া ভালোকরে মুখ ধুয়েনিন।

৩. ওটমিল স্ক্রাব | Homemade Oatmeal Scrub for Oily Skin

তৈলাক্ত ত্বকে ব্রণের হাতথেকে রক্ষা পেতেহলে প্রথমেই লোমকূপে জমেথাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করতে হবে। Using of Homemade Scrub for Oily Skin ওটমিল স্ক্রাব ত্বককে পরিষ্কার করে এবং ব্রণের হাতথেকে রেহাই দেয়।

উপকরণ :-

ওটমিল ২টেবিল চামচ। 
মধু ১চামচ। 
বেকিং সোডা ১চা চামচ।

ব্যাবহার :-

সবগুলি উপকরণ ভালোকরে মিশিয়া নিন তারপর মুখ ধুয়েনিয়া মিশ্রণটি ২-৩মিনিট মুখে ম্যাসাজ করুন।তারপর কুসুম গরম জলদিয়া মুখ ধুয়েনিন।

টিপস :-

ওটমিল আপনার ত্বকের তেল শোষণ করে। তবে অতিরিক্ত ওটমিল ব্যাবহারে ত্বক বেশি শুস্ক হয়েযায় ,যারফলে ত্বকের তেল গ্রন্থি আরো বেশি তেল উৎপাদন করতে শুরুকরে। Using the Homemade Scrub for Oily Skin টি পড়ি ম্যান মতোই ওটমিল ব্যাবহার করবেন,অতিরিক্ত ব্যাবহার করবেননা।

***যেকোনো ফেসিয়াল স্ক্রাব ব্যাবহারে আপনার যদি জ্বালাপোড়া হয় তবে সেই প্যাক টি ব্যাবহার করবেননা। আর যেকোনো স্ক্রাব খুব ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করবেন,কখনোই জোর দিয়ে ম্যাসাজ করবেননা। 


Post a Comment

নবীনতর পূর্বতন
close