Top 6 Benefits of Aloe Vera For Health and Beautician in Bengali

The Benefits of Aloe Vera For Health and Beautician in Bengali। এলোভেরার কিছু অসাধারণ গুনাগুন ও ব্যাবহার। 

আসুন আজ জেনে নেওয়াযাক The Top 6 Benefits of Aloe Vera For Health and Beautician in Bengali এলোভেরার কিছু আশ্চর্য গুনাগুন ও ব্যাবহার। হাজারো বছর ধরে এলোভেরা তার নিরাময় ক্ষমতার জন্য বিশ্বব্যাপি পরিচিত হয়ে উঠেছে। আমরা অনেকেই যানি যে  রোদের পোড়া  ত্বক সারাতে এলোভেরার জুড়ি মেলা ভার। আবার আমরা অনেকে এলোভেরা দিয়া  আরো অনেক ভাবে রূপচর্চা করেথাকি। কিন্তু এলোভেরা  এর বাইরেও আরো এমন অনেক উপকার আমাদের, যার কারণে একে আশ্চর্য গাছ ও বলাহয়। এলোভেরার অনেক ঔষধিক গুন্ ও আছে Benefits of Aloe Vera as a Medician যা আমাদের অজানা। আসুন আজ জেনে নেওয়াযাক এলোভেরার কিছু আশ্চর্য গুনাগুন ও ব্যাবহার।.

Top 6 Benefits of Aloe Vera For Health and Beautician in Bengali | এলোভেরার ৬টি অসাধারণ গুনাগুন

১. কাটা ও ছেঁড়া এবং আঘাতের চিকিৎসায় । Benefits of Aloe Vera For Treatment of Cuts and Injuries

শত শত বছর ধরে এলোভেরা বিভিন্ন এঘাৰ এবং কাটা ছেঁড়া  সারিয়ে তুলতে ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বকের কোষ কলাকে উজ্জীবিত করে নতুন ত্বক তৈরী করতে ভূমিকা পালনকরে।

প্রস্তূত প্রণালী ও ব্যাবহার | Ready Process and Use For Treatment of Cuts and Injuries

লম্বা লম্বি ভাবে এলোভেরা পাতা কেটে নিন। আর ওই পাতার রস কাটা ক্ষতের উপর মলমের মতো লাগিয়ে দিন। ঘসাঘসি করবেননা। সামান্য একটু চুলকানি হতে পারে তবে ভয় পাবার কিছু নেই ,এটা  সাধারণ বেপার।

২. মরা চামড়া দূরকরতে এলোভেরা | Benefits of Aloe Vera to Remove Dead Skin

The Benefits of Aloe Vera For Health in Bengali এলোভেরা ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নতুনত্বের অনুভূতি দেয়। আক্রান্ত স্থানের পাশের কোমল ত্বককে কোনো রকম আহত না করেই এলোভেরা মসৃন ভাবে ত্বকের মৃত কোষ তুলে আনে। বাজারে এখন অনেক রকমের এলোভেরা সমৃদ্ধ স্ক্রাব কিনতে পাওয়াযায়। কিন্তু হাতের কাছে এলোভেরা থাকলে আপনি নিজেও এটা বানিয়া নিতেপারবেন , আর বাড়িতে বানালে সেটা ক্যামিকেল ফ্রি ও হবে।

প্রস্তূত প্রণালী ও ব্যাবহার | Ready Process and Use for Remove of Dead Skin

কাঁচা এলোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর ২টেবিল চামচ এলোভেরা জেল নিন, ২টেবিল চামচ অর্গানিক বাদামি চিনি নিন [চাইলে নরমাল চিনিও ব্যাবহার করতেপারেন ], ১চা চামচ পাতি লেবুর রস নিন। এইবার এই তিনটি উপাদান ভালোকরে মিশিয়া একটি পেস্ট বানান। ওই পেস্ট টি ক্ষতিগ্রস্ত ত্বকে লাগান। ৩-৪মিনিট মুখে লাগিয়েরাখুন ,তারপর হালকা হাতে ভালোভাবে ম্যাসাজ করে ঠান্ডা জলদিয়া  ধুয়েফেলুন। এই প্যাক টি লাগিয়া রোদের সংস্পর্শে যাবেননা।

৩. আগুনে পোড়ার ক্ষত নিরাময়ে । Benefits of Aloe Vera For Burn Skin Treatment

বহু বছর আগে থেকেই ছোটোখাটো পোড়া ক্ষত নিরাময়ে এলোভেরা ব্যাবহার হয়েআসছে। ম্যানথলের মতো এলোভেরার ও ঠান্ডা অনুভূতি তৈরিকরার ক্ষমতা রয়েছে Benefits of Aloe Vera For Health যা পুড়ে যাওয়ার কারণে সৃষ্টি প্রদাহ এবং সেখানকার কোষ কলা  ও ত্বক নতুন করে তৈরিতে ভূমিকা পালনকরে।

প্রস্তূত প্রণালী ও ব্যাবহার | Use of Aloe Vera for Remove of Burn Skin

পাতা থেকে এর কাঁটা সরিয়েনিন। তারপর পাতা লম্বালম্বি করে কেটেনিন। তারপর পাতা থেকে এলোভেরার জেল বেরকরেনিন এবং ঐ জেল পোড়া জায়গায় লাগিয়েদিন।
 হালকা ভাবে লাগাবেন একেবারেই ঘষা ঘসি করবেননা কিন্তু।

৪. পোকামাকড়ের কামড় নিরাময়ে | Aloe Vera For Insect Bites

পোকামাকড় কামড়ালে চুলকানি হয় কখনোকখনো জেলা জেলা ভাব ও হয়েথাকে। কারণ পোকার লালার বিভিন্ন বিষাক্ত রাসায়নিক এবং এলার্জি তৈরী করে এমন উপাদান বিদ্যমান থাকে। ফলে চুলকানির পাশা পাশি বিভিন্নমাত্রার প্রদাহ তৈরী করে এবং জায়গাটি ফুলেযায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে এলোভেরা হচ্ছে চমৎকার সমাধান। এর শীতল অনুভূতি ব্যথা চুলকানি এবং প্রদাহ থেকে আপনাকে মুক্তি দেবে।

ব্যাবহার | Aloe Vera Uses For Insect Bites

লম্বালম্বি পাতা কেটে নিন ,এবং পাতার ভিতরে থাকা জেল বেরকরে আক্রান্ত স্থানে সরাসরি লাগিয়া নিন।  ঘসাঘসি করবেননা। প্রথমে হালকা চুলকানি হতেপারে , তবে কিছুক্ষনের মধ্যেই চুলকানি ঠিক হয়েযাবে।

৫. ত্বকের আদ্রতা ফিরিয়ে দেয়ারজন্য এলোভেরার | Aloe Vera For Moisture Skin

Benefits of Aloe Vera For Beautician in Bengali এলোভেরা খুব চমৎকার একটি প্রাকৃতিক মৈশ্চরাইযার ,যা শুস্ক অথবা সেনসিটিভ স্কিনে ব্যাবহার করলে খুব দ্রুত ত্বক তা শুষে নেয় এবং তাৎক্ষণিক ত্বকে আদ্রতা ফিরে আসে।

ব্যাবহার ও প্রস্তূত প্রণালী | The Use of Aloe Vera to Get Moisture Skin

কাঁচা পাতা কেটে তার থেকে ২চামচ এলোভেরা জেল বেরকরে নিন এবং ওর সাথে ২ চামচ নারিকেল তেল মিশিয়া নিন। এবং এই পেস্ট মুখ ,গলাতে লাগিয়ানিন ,১০-১৫মিনিট পর ঠান্ডা জল দিয়া ধুয়েনিন।  চিলি আপনি এই প্যাক টি দুই হাতেও লাগাতে পারেন।  আর নারিকেলের তেল এর পড়িবর্তে অলিভ অয়েল ও ব্যাবহার করতে পারেন।  কিন্তু এলোভেরা ,ও তেলের পরিমান সময় হবে।

৬. শরীরের ময়লা দূরীকরণ । Remove of Body Dirt

এলোভেরার শক্তিশালী আন্টিব্যাকটিরিয়াল এবং আন্টি ইনফ্লামেটরি গুনাগুন একে খুব কার্যকরী Benefits of Aloe Vera For Beautician এবং মোলায়েম ভাবে শরীরের ময়লা দূর করে। এলোভেরা এবং ভিটামিন e চমৎকার ভাবে ত্বকের ক্ষত সরিয়ে তোলে এবং এসেন্সিয়াল অয়েল ত্বক নরম ও কোমল করেতোলে।

স্ক্রাব বানানোর নিয়ম ও ব্যাবহার । Making Rules and Uses

এলোভেরা পাতা থেকে এলোভেরার জেল বেরকরে নিন একটি কাপের ১/৪ভাগ। ওই কাপ এর ৩/৪ভাগ তরল সাবান বা বডি  ওয়াস নিন। আর ১চামচ ভিটামিন e যোগ করুন , সাথে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল যেমন -লেভেন্ডা ,লেমনগ্রাস বা কেমেমিল অয়েল যোগকরুন। এই চারটি উপাদান একসাথে ভালোকরে মিশিয়ানিন। এবং ওই মিশ্রণটি পুরো  বডিতে লাগিয়া ৫মিনিট স্ক্রাব করুন এবং আরো ২-৩মিনিট রেখে ধুয়ে স্নান করেনিন। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close