Home Remedies Dandruff Treatment in Bengali | ঘরোয়া উপায়ে খুশকির সমাধান।

Home Remedies Dandruff Treatment in Bengali | ঘরোয়া উপায়ে খুশকির সমস্যার সমাধান। 

আপনার কি খুশকির সমস্যায় আছে? আজ আমরা শেয়ার করতে চলেছি Home Remedies Dandruff Treatment in Bengali কিভাবে ঘরোয়া উপায়ে খুশকির সমস্যার সমাধান করাযায় ? খুশকির সমস্যা তে অল্প বিস্তর আমরা সবাই ভুগে থাকি। এই খুশকির সমস্যা থেকে বাঁচতে আমরা কতকিছুই না করেথাকি। খুশকি হলো চুলের সবথেকে বড়ো  শত্রূ। খুশকি দুই প্রকারের হয় ,একটি চটচটে ,আর একটি শুকনো। এই খুশকি থেকে অনেক সময় মাথার মধ্যে অনেক চুলকানিও হয়েযায়।
Home Remedies Dandruff Treatment in Bengali

মেহেদির প্যাক । Methi Pack For Dandruff Treatment

Use of Methi Pack For Dandruff Treatment খুশকি দূর করতে মেহেদী বেশ কার্যকরী উপাদান। অতিরিক্ত খুসকীহোলে সপ্তাহে ১বার করে দই ও মেহেদী মিশিয়া প্যাক বানিয়া নিন।  আর ওই প্যাক ভালোভাবে মাথার তালুতে লাগিয়া নিন চাইলে গোটা চুলেও লাগাতে পারেন , তবে মাথার তালুতে লাগানো মেন। মাথায় ২ঘন্টার জন্য লাগিয়া রাখুন।  ২ঘন্টা হয়েগেলে শ্যাম্পু দিয়া ভালোকরে চুল ধুয়ে নিন। এরপর অবশই কন্ডিশনার লাগাবেন।

খুশকির জন্য তেজপাতা | Tejpatta For Dandruff

শুধু রান্না বান্নাতে নয় খুশকি সারাতে তেজপাতার ও অনেক গুন্ আছে। ৭-৮টি তেজপাতা নিন এবং ১ কাপ জলের সাথে সিদ্ধ করুন ,যতক্ষণ না ১ কাপ জল কমে ১/২কাপ জল হয়ে যায়। চুল অনুযায়ী পরিমান কমবেশি করতে পারেন। তারপর তেজপাতা গুলি ছেঁকে ফেলেদিন ,এবং জলটি ঠান্ডা হাতেদিন। জল ঠান্ডা হয়েগেলে গোটা চুলে গোড়াতে ও তেজপাতা মিশ্রিত জল লাগিয়ানিন। এবং হালকা হাতে চুলের গোড়া ম্যাসাজ করেনিন ৪-৫মিনিট। তারপর ১ঘন্টা চুল শুকাতে দিন। ১ঘন্টা পর শ্যাম্পু দিয়া চুল ধুয়েনিন ভালোভাবে। ভালো ফল পেতে এটি সপ্তাহে ১দিন ব্যাবহার করুন।

মেথি ও লেবুর প্যাক খুশকির জন্য | Methi and Orange Pack For Dandruff

১চামচ মেথি সারারাত ভিজিয়া রাখুন।  সকালে উঠে এটির পেস্ট বানিয়ানিন।ওই মেথির পেস্ট এর সাথে ৪-৫চামচ পাতিলেবুর রস ও এক চামচ নারিকেল তেল মিশিয়া ১টি পেস্ট বানিয়ানিন। এই প্যাক টি চুলের গোড়ায় ভালোকরে লাগিয়ানিন। ৩০মিনিট পর শ্যাম্পু দিয়া ধুয়েনিন। এটি সপ্তাহে ১দিন লাগান।আপনার চুল অনুযায়ীই পরিমান কম বেশি করতে পারেন। শ্যাম্পু দিয়া চুল ধোবার পর কন্ডিশনার লাগান।

আপনি আরো পড়তে পারেন - চুল পড়ার সমস্যার সমাধান

খুশকির সমস্যায় ত্বক দই ও মেথি । Curd and Methi for Treatment of Dandruff

২চামচ মেথি সারারাত ভিজিয়া নিন, সকালে উঠে পেস্ট বানিয়ানিন। ওই মেথি পেস্ট এর সাথে ৫-৬ চামচ টক দই মিশিয়া নিন। এবার এই মিশ্রণ টি ভালোকরে চুলের গোড়ায় লাগিয়ানিন। চুল অনুযায়ীই পরিমান কম বেশি করাযায়। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়া চুল ধুয়ে নিন। এটি সপ্তাহে ১-২ দিন লাগান। চুল ধোবার পর কন্ডিশনার লাগাবেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close