Manicure at Home Remedies Naturally Without Tools in Bengali

How to do Naturally Manicure at Home Remedies । ঘরোয়া উপায়ে বাড়িতেই ম্যানিকিওর করেনিন। 

কিভাবে করবেন Manicure at Home? আপনার কাছে কোনো tools নেই? এই পোস্টে আমরা শেয়ার করেছি How to do Naturally Manicure at Home Remedies Without Tools In Bengali. বাড়িতে ম্যানিকিওর করতে আপনার যা যা  উপকরণ লাগবে তা হাতেরকাছে এনেরাখুন। যেমন:- নেল রিমুভার ,তুলো ,নেল ক্লিপার ,কিউটিকল পুশার ,নেল ফাইল , ময়শ্চারাইজার ,একটা গামলা ,গরম জল ,ফেসওয়াশ অথবা ক্লিনজার ,স্ক্রাব।  আপনি কি ভাবছেন কিভাবে করবেন কিন্তু আপনার কাছে কোনো নেই
Manicure at Home Remedies Naturally Without Tools in Bengali
Manicure at Home Remedies Naturally Without Tools in Bengali

১. Shape The Nails For Manicure at Home Naturally । নখ শেপ

Naturally Manicure at Home ম্যানিকিওর করার প্রথম স্টেপে নেল রিমুভার দিয়া হাতের নখের পুরোনো নেলপলিস তুলেনিন ভালোভাবে। তারপর নখ কে সেপ করেনিন। যদি আপনার খুব বড়ো নখ থাকে ,তাহলে কিন্তু নখ ভেঙে যাওয়ার সম্ভবনা থাকে। তাই আপনার নখকে খানিক্ষন হালকা গরমজলে ভিজিয়া রাখুন।এতেকরে নখ খানিক নরম হয় ,আর ভেঙে যাওয়ার সম্ভবনাও অনেক কমেযায়।আর মেটালের নেল ফাইল দিয়া কিন্তু নখ সেপকোরবেন না। ওতে নখ নষ্ট হয়েযায়। তাই ক্রিস্টাল নেল ফাইল ব্যাবহার করুন। নখ সেপ করার পর কিন্তু নখকে স্মুদ করতে ভুলবেননা।

২. Soaked And Clean of Hand to do Manicure at Home Without Tools | হাত ভেজানো ও পরিষ্কার

১. পাত্রে কিছু পাতি লেবুর  টুকরো নিন,এবংএক মগ জল নিন, এবার এই দুটিকে একসাথে চুলাতে ফুটিয়ানিন for do Manicure at Home Without Tools। ৫-৬মিনিট ফুটিয়া নেবেন। তারপ চুলাথেকে গরমজল নামিয়ানিন। তারপর একটু ঠান্ডা হাতেদিন। লেবু জল কুসুমগর থাকতে থাকতে তাতে এক চামচ খাবার সোডা ভালোকরে মিশিয়া নিন। এবার এই গামলার জলে হাত ভিজিয়া রাখুন ৩-৫মিনিট। 
২. বালতিতে কুসুম গরমজল নিন ,জলের মধ্যে ক্লিনজার  অথবা ফেসওয়াশ মিশিয়ানিন। তারপর এই জলে ৩-৫মিনিট হাত ভিজিয়ে রাখুন। 
উপরের দুটি হাত ভেজানোর টিপস এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা বেঁচে নিন ,এবং ব্যাবহার করুন ,দুটোই করবেননা যেন.
তারপর ৩-৫ মিনিট হাত ভেজানো হয়েগেলে জল থেকে হাত তুলে নিন এবং একটা ব্রাশ দিয়া হাতের নখ ও হাত ভালোকরে ঘষে পরিষ্কার করেনিন।

৩. Scrubbing For Manicure | স্ক্র্যাবিং :-

লেবুর রস নিন কিছুটা এবং তারসাথে ১/২চামচ মধু ও ২চামচ চালের গুঁড়ো নিন। এই তিনটি উপকরণ একসাথে মিশিয়া স্ক্রাব তৈরীকরেনিন। এবার এই স্ক্র্যাবার দুই হাতে লাগিয়া স্ক্রাব করেনিন। অথবা যেকোনো ভালো ব্রান্ডের স্ক্র্যাবার দিয়াও স্ক্রাব করেনিতে পারেন। স্ক্রাব হয়েগেলে ভালোকরে হাত ধুয়েনিন।
Manicure at Home Remedies Naturally Without Tools in Bengali
Manicure at Home Remedies Naturally Without Tools in Bengali

৪. Clean of Cuticle For Manicure at Home | কিউটিকল কে পরিষ্কার

এবার কিউটিকল রিমুভার দিয়া খানিক্ষন রাখুন। পরে কিউটিকল পুশার দিয়া কিউটিকল কে পুশ করুন। তবে এটা অতিরিক্ত করবেননা। এতে আপনার নখ নষ্ট হয়েযেতে পারে। কিউটিকল কিন্তু আপনার নখকে ব্যাকটিরিয়ার হাতথেকে বাঁচায়।

৫. Moisturizing For Natural Manicure | ময়শ্চারাইজিং

এবার কোনো একটা ময়শ্চারাইযার ক্রিম  আপনার হাতে ভালোকরে লাগিয়ানিন। এবং ম্যাসাজকরুন। এটা আপনার হাতকে আদ্র রাখবে।

৬. Do Nail Polish After Manicure | নেলপলিশ

আপনার পছন্দের নেলপলিশ টি হাতের আঙুলে লাগিয়ানিন। 

Post a Comment

নবীনতর পূর্বতন
close